
গাজীপুরের কালিয়াকৈরে ১৩ বছরের এক কিশোরী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। তৌহিদি জনতা’-এর উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে এলাকাবাসী, ধর্মপ্রাণ মুসল্লি, ছাত্র ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
তারা অভিযোগ করেন, অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি না দিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।বক্তারা বলেন, সমাজে এ ধরনের জঘন্য অপরাধের পুনরাবৃত্তি রোধ করতে হলে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। ইসলামি সমাজব্যবস্থায় ধর্ষণ একটি ঘৃণ্য অপরাধ, যা মানবতার পরিপন্থী।