কুতুবদিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন স্বাস্থ্য সহকারী জসিম উদ্দিন সিকদার। নিয়মিতভাবে টিকাদান কার্যক্রমে উপস্থিত থেকে তিনি সঠিক সময়ে সেবা প্রদান করে এলাকাবাসীর মন জয় করেছেন।
টাইয়ফেড টিকা ক্যাম্পেইন- ২০২৫ প্রদানে জন্য বুধবার সকালে সাতটার দিকে জসিম উদ্দিন সিকদার কুতুব শরীফ দরবার পরিচালিত শাহ মালেকিয়া শামসুন নূর হেফজ ও এতিমখানায় শিশুদেরকে টিকা দেওয়ার জন্য পৌঁছান। সকাল সকাল দায়িত্ব পৌঁছে কর্মস্থল থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে গিয়ে দায়িত্ব পালন করার আন্তরিকতাকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মাও ছানা উল্লাহ ও এলাকাবাসী। তাঁর সহযোগিতা হিসেবে ছিলেন - উম্ম কুলছুমা , জিন্নাত রায়হান।
টিকা গ্রহণে আগত কোমলমতি শিশুদের অভিভাবক জানান, জসিম উদ্দিন সিকদার সবসময় হাসিমুখে সেবা প্রদান করেন। সময়মতো উপস্থিত থেকে কোমলমতি শিশু ও জনসাধারণকে টিকাসহ সেবা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বাড়াতে নানা পরামর্শ দেন তিনি।
এলাকাবাসীর মতে, এমন দায়িত্বশীল কর্মচারীর জন্যই সরকারি সেবার মান বাড়ছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে টিকা নিতে আগ্রহী হচ্ছে।কুতুবদিয়ার কুতুব শরীফ দরবার পরিচালক, শাহ মালেকিয়া শামসুন নূর হেফজ ও এতিমখানা ও দারুল হিকমাহ আল মালেকিয়া দাখিল মাদ্রাসার সভাপতি তাঁর কর্মনিষ্ঠা ও সময়ানুবর্তিতার প্রশংসা করেছেন।
স্বাস্থ্য সহকারী জসিম উদ্দিন সিকদার বলেন, এলাকাবাসীর সন্তুষ্টিই আমার অনুপ্রেরণা। আমি চাই সবাই নিয়মিত টিকা নিয়ে সুস্থ জীবন যাপন করুক।
টিকা কার্যক্রমকে উৎসবমুখর করতে এলাকাবাসীরা তাদের সন্তানকে নিয়ে আনন্দের সঙ্গে অংশ নিচ্ছেন।