
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুতুবদিয়ায় ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সংসদ সদস্য ড.এএইচএম হামিদুর রহমান আযাদ। বৃহস্পতিবার দিনব্যাপী তিনি উপজেলার বড়ঘোপ বাজার, ধূরুং বাজার, গ্রাম ও মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন।
গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণ তাকে শুভেচ্ছা জানান । উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, “কুতুবদিয়া দ্বীপের স্থায়ী বেড়িবাঁধসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে, উন্নয়নের প্রতিশ্রুতি দেন। আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।”
তিনি ২১ অক্টোবর থেকে কুতুবদিয়ায় গণসংযোগ শুরু করছেন এবং ২৩ অক্টোবর কুতুবদিয়া প্রেসক্লাবের সদস্যগণসহ বিভিন্ন সংবাদকর্মীদের সাথে হোটেল সমুদ্র বিলাসে মতবিনিময় করেন।এ সময় তাঁর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলার আমীর সাবেক ইউপি চেয়ারম্যান আ,স,ম শাহরিয়ার চৌধুরী সহ স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।