জিয়া সাইবার ফোর্স (জেড.সি.এফ) চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক কমিটি তাদের প্রথম সাংগঠনিক কর্মসূচী হিসেবে আজ শনিবার সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেড.সি.এফ চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহান এবং সদস্য সচিব আশরাফুল আজম সিজান। আরো উপস্থিত ছিলেন সি. যুগ্ম আহ্বায়ক মো.রিয়াজ হোসাইন, যুগ্ম আহ্বায়ক এড. মীর মোহাম্মদ আজমগীর,সাইফ তারেক,সেলিম পারভেজ চৌধুরী, সদস্য হাসান মুরাদ, হাসানুজ্জামান এবং জাবেদ ইমন রানা, নেছার খান মাস্টার, মো. আজগর হোসেন, জানে আলম, মো. সেকান্দরসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
কর্মসূচীর শেষে বক্তারা তাদের বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দর্শন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে সামনে রেখে চলার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে অফলাইন ও অনলাইনে একযোগে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।