

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দ্রা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টেপ বল ক্রিকেট প্রতিযোগিতা আজ মঙ্গলবার দুপুরে উদ্বোধনী ম্যাচ শুরু হচ্ছে। এতে আট বিভাগের আটটি দল অংশ নেবে। প্রথম দিনে মাঠে নামবে ঢাকা ও খুলনা বিভাগ।
আয়োজনেসাবেক সিনিয়র যুববিষয়ক সম্পাদক সাইজুদ্দিন আহমেদ দিক নির্দেশনা পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব ।
আয়োজনকারীরা জানায়, লিগে জাতীয় দলের সাবেক খেলোয়াড়সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশ থেকে ক্রিকেটাররা আসবেন। এ জন্য কোটি টাকা ব্যয় করে মাঠে বাঁশ ও কাঠ দিয়ে বানানো হয়েছে অস্থায়ী গ্যালারি। প্রায় কয়েক হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। এ ছাড়া বিদেশি খেলোয়াড়দের জন্য ভাড়া করা হয়েছে রিসোর্ট। বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে খেলোয়াড় বাছাই করা হবে ড্রাফট পদ্ধতিতে। টুর্নামেন্টের আয়োজক কমিটির প্রধান পৌরসভার সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন বলেন, দেড় কোটি টাকা খরচ করা হয়েছে মাঠে। প্রায় এক লাখ দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন।