
উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক শ্যামল বাংলা পত্রিকার তিন বছরের বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় পাবনার ভাঙ্গুড়া পৌর সদরের মিডিয়া কর্নারে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তির এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ রায়হান আলী।প্রধান অতিথি হিসেবে ছিলেন দৈনিক শ্যামল বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দিলীপ গৌর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল ২৪–এর সিনিয়র স্টাফ রিপোর্টার হীরক গুণ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ ময়নুল হক, শাহিবুল ইসলাম পিপুল, মিলন সিদ্দিক, মেহেদী হাসান, সুজন আহমেদ, আব্দুল হালিম, আরিফুল ইসলাম আরিফ, ওমর ফারুক, উজ্জ্বল অধিকারী, খালিদ হাসান সহ ভাঙ্গুড়ার স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া পৌর সভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্বাস আলী,সাধারণ সম্পাদক সাপলু, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলহাজ, যুবদল নেতা রাজিব প্রমুখ।
আলোচনা পর্ব শেষে অতিথিরা বর্ষপূর্তির কেক কেটে আনন্দঘন পরিবেশে দিনটি উদ্যাপন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ গোলাম রাব্বি,পাবনা জেলা প্রতিনিধি,দৈনিক শ্যামল বাংলা।
উল্লেখ্য,২০২২ সালের ২৫ অক্টোবর “মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম” এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করে দৈনিক শ্যামল বাংলা পত্রিকা তিন বছরের এই পথচলায় পত্রিকাটি পেশাদার সাংবাদিকতার মাধ্যমে পাঠকদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।