
নেত্রকোণায় অবশেষে সংস্কার হতে যাচ্ছে নেত্রকোণা আন্তঃজেলা বাসস্ট্যান্ডটি। দীর্ঘদিন যাবৎ মারাত্মক ভঙ্গুরদশা ও অব্যবস্থাপনায় ধুকছিল বাসস্ট্যান্ডটি।
মঙ্গলবার নেত্রকোণা পৌর শহরের পারলা এলাকায় অবস্থিত বাসস্ট্যান্ডটি পরিদর্শন কালে সংস্কারের উদ্যোগ নেয়ার বিষয়টি জানান জেলা প্রশাসক আব্দুল্লাহ্ আল মাহমুদ জামান।
এ সময় জেলা বিএনপি নেতা আব্দুল্লাহ্ আল মামুন খান রনি,এসএম শফিকুল কাদের সুজা,জেলা প্রেসক্লাব সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম,জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল,সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান,দুটো পাবলিক টয়লেট,যাত্রী ছাউনীর প্লাটফর্ম সংস্কার,অবৈধ স্থাপনা উচ্ছেদ, বিদ্যুতায়নসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে। সেগুলো যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
বাসস্ট্যান্ডটির ভঙ্গুর দশাসহ নানা কারনে যাত্রীদের দূর্ভোগ লাঘব এবং একটি আধুনিক টার্মিনাল নির্মাণে সিআরডিপি প্রকল্পের আওতায় সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক আরিফুল ইসলাম সর