বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে গাইবান্ধার সাঘাটা উপজেলা যুবদল।মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালিত হয়। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর সকাল সাড়ে ৭টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সাঘাটা উপজেলা যুবদল কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে এলাকা মুখরিত হয়ে ওঠে।শোভাযাত্রা শেষে যুবদল কার্যালয়ের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন—আলহাজ্ব মোহাম্মদ আলী, আহবায়ক, সাঘাটা উপজেলা বিএনপি ও মনোনয়ন প্রত্যাশী গাইবান্ধা-(৫, সাঘাটা-ফুলছড়ি)।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—আলহাজ্ব ফারুক আলম সরকার, সহ-সভাপতি, গাইবান্ধা জেলা বিএনপি ও মনোনীত প্রার্থী (গাইবান্ধা-৩৩ সাঘাটা ও ফুলছড়ি ৫ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আ. মঈন প্রধান লাবু, সিনিয়র যুগ্ম আহবায়ক, সাঘাটা উপজেলা বিএনপি; মতলুবর রহমান রেজা, যুগ্ম আহবায়ক, সাঘাটা উপজেলা বিএনপি;মো. নাজেমুল ইসলাম প্রধান নয়ন, উপদেষ্টা, জেলা বিএনপি গাইবান্ধা ও মনোনয়ন প্রত্যাশী (গাইবান্ধা-৩৩ সাঘাটা ও ফুলছড়ি ৫;
মো. ময়নুল ইসলাম (শামীম), সদস্য, জেলা বিএনপি, গাইবান্ধা ও মনোনয়ন প্রত্যাশী (গাইবান্ধা-৫);
জনাব মো. কামরুজ্জামান সোহাগ, সদস্য, জেলা বিএনপি, গাইবান্ধা ও মনোনয়ন প্রত্যাশী (গাইবান্ধা-৫);
জনাব মো. আলাউদ্দিন মন্ডল, যুগ্ম আহবায়ক, সাঘাটা উপজেলা বিএনপি মো. আবু হেনা মোস্তফা কামাল মিঠু, যুগ্ম আহবায়ক, সাঘাটা উপজেলা বিএনপি;এবং মো. মোস্তাক আহমেদ মিলন, যুগ্ম আহবায়ক, সাঘাটা উপজেলা বিএনপি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন—আহম্মেদ কবীর (শাহীন), আহবায়ক, সাঘাটা উপজেলা যুবদল।
সঞ্চালনায় ছিলেন—জনাব মো. মামুন কাদির সুমন, সদস্য সচিব, সাঘাটা উপজেলা যুবদল।এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।