
চট্টগ্রামের বোয়ালখালীতে সমাবেশ ও শোক মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও পৌর শাখা। ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার বুড়ি পুকুর পাড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ গেইট হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির খোরশেদ আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা সহসম্পাদক ও জেলা সুরা সদস্য মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমির ও আসন্ন জাতীয় নির্বাচনে চট্টগ্রাম ৮ আসনের জামায়াত ইসলামির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. আবু নাছের। সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ইমাম উদ্দিন ইয়াছিন। এসময় আরও বক্তব্য দেন সাইদুল আলম, আবুল মনছুর, ইঞ্জিনিয়ার আবদুর রহমান প্রমুখ।
বক্তারা অতীতের রাজনৈতিক সহিংসতারঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।