
কক্সবাজারের কুতুবদিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক১৩ জুলাই ২০২৩ তারিখে জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও ধানের শীষ মার্কায় ভোট চেয়ে মাঠে নেমেছেন জনপ্রিয়, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন উদ্দিন আল আজাদ। তিনি বুধবার (২৯ অক্টোবর) ধূরুং বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশের উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন।
আজাদ চেয়ারম্যান বলেন, “রাষ্ট্র মেরামত ছাড়া জনগণের প্রকৃত মুক্তি সম্ভব নয়। আমাদের ৩১ দফা হলো একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের রূপরেখা।গণসংযোগকালে এলাকার মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং রাষ্ট্র কাঠামো মেরামতের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।