

বোয়ালখালীতে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি মামলায় ১৬,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানা গেছে।
বোয়ালখালী উপজেলার গোমদন্ডী ফুলতল, শাকপুরা চৌমুহনী, দাশের দীঘির পাড় এলাকায় এ কোর্ট পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

এ কোর্ট পরিচালনা কালে নিন্মে উল্লেখিত নুর হোসেন, পিতা- নুরুল আমিনকে ১হাজার টাকা, মালেক শাহ স্টোর মালিক মোঃ সাজ্জাদ, পিতা- হামিদুল হককে ৫হাজার টাকা, মা অটোমোবাইল স্বত্বাধিকারী উত্তম সিংহ, পিতা- গোপাল সিংহকে ৫শত টাকা, আছাদিয়া সুইটস পক্ষে ম্যানেজার আবুল কালাম, পিতা- মোজাহেরুল ইসলামকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ কোর্ট পরিচালনা কালে বোয়ালখালী থানার পুলিশ ফোর্স, আনসার বাহিনীর সদস্যসহ উপজেলা ভূমি অফিসের দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন।