
গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে বিএনপির লিফলেট বিতরণ করা হয়েছে।
৩ নভেম্বর সোমবার সকালে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমানের উদ্যোগে পৌরসভার ৮ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় পৌর বিএনপির ৮ নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবর রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওসমান আলীর নেতৃত্বে একটি মিছিল বের করেন।
মিছিলটি কালিয়াকৈর পৌরসভারস্থ ৮ নং ওয়ার্ডের পাশা গেট বাজার হতে মাটি কাটা ছাপরা মসজিদ এলাকা হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পাশা গেট বাজার এলাকায় এসে শেষ হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন ,কালিয়াকৈর পৌর বিএনপি'র ৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য ফজলু, বিএনপি নেতা আনিস, ইয়াকুব আলী, জসিম, জাহাঙ্গীর সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এসময় ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণের মাধ্যমে সাবেক মেয়র মুজিবুর রহমান এর পক্ষে দলের জন্য সাধারণ ভোটারদের নিকট ধানের শীষের ভোট প্রার্থনা করেন।
এ সময় বক্তারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ একটি সুখি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। তাই এই ৩১ দফা দাবি জনগনের দোয়ারে দোয়ারে পৌঁছিয়ে দিতে হবে।