
ফুল আর ফুলকি
মাদ্রাসায় পড়ে,
প্রতিদিন আসে যায়
রিক্সায় চড়ে।
দু'জনই জেগে ওঠে
পাখি ডাকা ভোরে,
কোরআনের বাণী পড়ে
সুমধুর সুরে।
পাঠ্যেও মনোযোগী
দু'জনই ভালো,
ঘরে ঘরে পৌঁছায়
শিক্ষার আলো।
ফুল আর ফুলকি
আঁধারের বাতি,
প্রতিদিনই খোঁজে তাদের
মুসলিম জাতি।