
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে করণীয় নির্ধারণ ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধার সাঘাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মইন প্রধান লাবু।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাঘাটা-ফুলছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার।
এছাড়াও বক্তব্য রাখেন— আলাউদ্দিন মন্ডল, মোস্তাক আহমেদ মিলন, আহম্মেদ কবির শাহীন, জসিউল করিম পলাশ, জিল্লুর রহমান, হারুন-উর রশীদ, নিজাম উদ্দীন, আনিছুর রহমান, ইখতিয়ার আহমেদ সুজন, জাহাঙ্গীর কবির জুয়েল, একে এম সোহেল রানা এবং জাহিদ হাসান শামীম প্রমুখ।
বক্তারা আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে দলীয় ঐক্য সুদৃঢ় করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।সভায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।