
রাজধানীর পল্লবী থানায় চলমান মাদকবিরোধী অভিযানের খবর সংগ্রহ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন সাংবাদিক এস. এম. রফিক। থানার ১১ নম্বর সেকশনে অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযান চলার সময় হঠাৎ মাথা ঘোরা ও শ্বাসকষ্ট অনুভব করেন সাংবাদিক এস. এম. রফিক। কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে উপস্থিত পুলিশ সদস্য ও সহকর্মী সাংবাদিকরা দ্রুত তাকে উদ্ধার করে কাছের একটি ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
চিকিৎসকরা জানান, অতিরিক্ত ধোঁয়া ও ক্লান্তির কারণে তিনি সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। বর্তমানে তিনি ওষুধ গ্রহণের পর শারীরিকভাবে অনেকটাই সুস্থ আছেন।
পল্লবী থানার অফিসার তদন্ত (ওসি) বলেন,
সম্প্রতি পল্লবী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। গত এক সপ্তাহের ধারাবাহিক অভিযানে গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী এবং উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।