নেত্রকোণা-৩(আটপাড়া–কেন্দুয়া) আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালীকে অভিনন্দন জানিয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে নাজিরগঞ্জ বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ নভেম্বর (শুক্রবার) বিকেল ৪টায় ৭নং সুখারী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি ও নাজিরগঞ্জ বাজার কার্যালয়ের উদ্যোগে এ মিছিল বের করা হয়। নাজিরগঞ্জ বাজার থেকে বাহাদুরপুর পর্যন্ত বিশাল এই মিছিলটি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
মিছিল শেষে আলোচনা স়ভায়,নেত্রকোণা জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,সুখারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা মিয়া,সাধারণ সম্পাদক সৈয়দ শাহিন,বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল হক,উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম,সুখারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল হক চৌধুরীর পুত্র সোহেল চৌধুরী,রুবেল চৌধুরী, সাবেক ছাত্র নেতা আনোয়ারসহ আরও অনেকে। স্থানীয় নেতাকর্মীরা জানান, ড. হিলালী মনোনয়ন পাওয়ায় এলাকায় উৎসব মোখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মিছিলে অংশ নিয়ে তারা বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেন।