‘সচেতন,সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুজন- সুশাসনের জন্য নাগরিকের তেইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে শহরের মিজান রোডস্থ ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।
ফেনী ইউনিভার্সিটির সাবেক ট্রেজারার প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউছুপ,ডেইলি স্টারের ফেনী প্রতিনিধি আবু তাহের, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সাঈদ,জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আব্দুর রহিম, ইসলামী আন্দোলন ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল ফেনী জেলা শাখার সভাপতি হীরালাল চক্রবর্তী ,এবি পার্টির জেলা শাখার সদস্য সচিব ফজলুল হক,এনসিপির জেলা সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক,ফেনী জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, দ্যা হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক কো-অর্ডিনেটর রাসেল আহমেদ,সুজন জেলা কমিটির যুগ্ম সম্পাদক কবি ইকবাল চৌধুরী,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন,ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম ,ভাসানী পরিষদের সভাপতি এডভোকেট সমির কর, সুজন ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান লিটন,পরশুরাম উপজেলা শাখার সভাপতি ইউছুপ বকুল ও ফেনী পৌর শাখার সভাপতি জাহিদ হোসেন বাবলু।
সুজন ফেনী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সুজন ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
এর আগে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বেলুন উড়িয়ে শোভাযাত্রা শুরু হয়।