
বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আসলাম চৌধুরীকে চট্টগ্রাম- ৪ (সীতাকুণ্ড) আসনে মনোনয়ন দেয়ার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে প্রায় ৬৭ কিলোমিটারের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে দলের হাজার হাজার নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।শনিবার সকাল ১১টার দিকে নগরের কৈবল্যধাম মোড় থেকে সীতাকুণ্ডের বড় দারোগার হাট পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে মনোনয়ন না পেলে সীতাকুণ্ডে কঠোর কর্মসূচিতে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড বিএনপির সাবেক আহ্বায়ক ডা. কমল কদর, পৌর বিএনপির আহ্বায়ক জাকির মাস্টার, সদস্য সচিব সালে আহাম্মদ, উত্তর জেলা বিএনপির জহুরুল আলম জহুর সহ স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, আসলাম চৌধুরী দীর্ঘ ১৭ বছর ধরে সীতাকুণ্ড বিএনপিকে সংগঠিত রাখতে কাজ করছেন। আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত থাকার কারণে প্রায় নয় বছর কারাভোগ করেও তিনি কখনো দলের বা তৃণমূল নেতাকর্মীদের পাশে থাকা থেকে পিছিয়ে যাননি। কারাজীবনেও তিনি নেতাকর্মীদের আইনি সহায়তা, আর্থিক সহযোগিতা এবং পারিবারিক খোঁজখবর নিয়েছেন।
বক্তারা আরও বলেন, দলের সংকটকালে ত্যাগ স্বীকারকারী নেতাকে উপেক্ষা করা মানে তৃণমূলের মনোবল ভেঙে দেওয়া। ফ্যাসিস্ট সরকারের চাপের মুখে আন্দোলন দুর্বল হওয়ার সময় আসলাম চৌধুরী রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কর্মীদের সাহস জুগিয়েছেন। ত্যাগী নেতার যথাযথ মূল্যায়ন না হলে ভবিষ্যতে কেউ আর জীবন ঝুঁকিতে রাজপথে নামতে চাইবে না।