
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আনোয়ারা ৪ নং বটতলী ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর, সোমবার এ কর্মসূচি পরিচালনা করেন স্থানীয় নেতাকর্মীরা।
আনোয়ারা উপজেলার ৪নং বটতলী ইউনিট বিএনপির সাবেক সভাপতি আহমুননূর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. আবু তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলহাজ্ব সরোয়ার জামান নিজাম-এর সমর্থনে অনুষ্ঠিত এই প্রচারণা কর্মসূচিতে আরও অংশ নেন—
অহিদুল আলম, ফরিদুল আলম, ইউসুফ, জামাল, টিটু, সাহাব উদ্দীন, মহিউদ্দীন, শাহ আলম, আলী হোসেন ও কামরুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে বাজার এলাকা ও বিভিন্ন সড়কে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। নেতৃবৃন্দ তারেক রহমান প্রণীত ৩১ দফা তুলে ধরে বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে এই ৩১ দফা বাস্তবায়নই আগামী দিনের মূল লক্ষ্য।
মাঠপর্যায়ে উপস্থিত নেতাকর্মীরা জনগণের কাছে ধানের শীষের পক্ষে সমর্থন চেয়ে বিএনপির চলমান নির্বাচনের দাবীতে আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।