সন্ত্রাস-চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিতভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জামায়াতের চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেছেন, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে নাগরিকদের সচেতন ভূমিকা প্রয়োজন। পরিবারের ভিতর থেকে নৈতিক শিক্ষা জোরদার, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিতভাবে দাঁড়াতে হবে।
মঙ্গলবার সকালে নগরের বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) মিলনায়তনে মহানগরী জামায়াতের কর্মপরিষদ ও ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারিয়েটদের নিয়ে এক সমন্বয় বৈঠকে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের সুযোগে চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়ম বৃদ্ধি পাচ্ছে-এ পরিস্থিতি মোকাবিলায় সামাজিক ঐক্য ও প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।
জামায়াতের মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুসের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মোহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, ডা. একেএম ফজলুল হক, ডা. সিদ্দিকুর রহমান, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি মোমিনুল হক, নগর উত্তরের সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, ফারুকে আজম, মুহাম্মদ ইসমাঈল, ড. আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ