
কুতুবদিয়ায় রান্নাঘরে গ্যাসের আগুনে মা-ছেলে দগ্ধ হয়েছেন। বুধবার সকাল ৮ টায় উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়া এলাকার একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, ওই এলাকার গ্রাম পুলিশ শাহ জাহানের সহধর্মিণী রোমা আক্তার (২৮) ও তার ছেলে জিহাদ (৩)। এ ঘটনায় মা রোমা আক্তারের শরীরের ৫৫ শতাংশ ও ছেলে জিহানের শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল হাসান।
শাহা জাহান কান্না কন্ঠে জানান, মঙ্গলবার চট্টগ্রাম থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে এসেছেন। বুধবার সকালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠান্ডা একটা বস্তু গরম করে সেবনের উদ্দেশ্য রান্নাঘরে কাজ করছিলেন তার স্ত্রী রুমা আক্তার। হঠাৎ পিছনে তার পাঁচ বছরের শিশু সন্তান জিহাদ আগুনে দগ্ধ হতে দেখে তাঁকে জড়িয়ে আগুন নেভানোর চেষ্টা করেন স্ত্রী রোমা আক্তার। এক পার্যায়ে তার স্ত্রী গায়েও আগুন লাগলে পাশে থাকা একটি পুকুরে ঝাপিয়ে পড়েন মা- ছেলে। পরে, স্থানীয়রা উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। এ ঘটনায় রুমা আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে একই দিন সকাল ১০টার দিকে বড়ঘোপ ইউনিয়নের মাতবর পাড়ার মীর কাশেমের সাড়ে তিন বছরের ছেলে আব্দুর রহমান গরম পানিতে দগ্ধ হলে তাকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।