
পাঠ্যজীবনের প্রথম ধাপ সফলভাবে সমাপ্ত করায় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কুতুবদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির কোমলমতি শিশু শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর), বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতি শুভকামনা, দোয়া ও ফুলেল সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়। অনুষ্ঠানটি ছিল বর্ণিল সাজে সজ্জিত, যেখানে শিশুদের হাসি-আনন্দ আর অশ্রুসিক্ত ভালোবাসার মিলনে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন বলেন, “আজ যারা আমাদের প্রতিষ্ঠান থেকে বিদায় নিচ্ছে, তারা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। তাদের মাঝে লুকিয়ে আছে দেশ ও সমাজ গড়ার অসীম সম্ভাবনা। সঠিক পরিচর্যা, অভিভাবকের ভালোবাসা ও শিক্ষকদের দিকনির্দেশনা পেলেই এরা হয়ে উঠবে জাতির গর্ব।” এছাড়াও বিদ্যালয়ের উন্নয়ন কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদুল আলমের সঞ্চালনালিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিচুর রহমান, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জিগারুন নাহার, কুতুবদিয়া মডেল স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস, কুতুবদিয়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হারনুর রশিদ, মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কান্তি শীল, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষা বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ছিল কোরআন তেলাওয়াত, নাত, সাংস্কৃতিক পরিবেশনা, নাচ-গান, কবিতা আবৃত্তি ও স্মৃতিচারণমূলক বক্তব্য। বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিলে শিক্ষার্থীরাও অনুভূতি প্রকাশ করে বলে, “স্কুলের প্রতিটি মুহূর্ত আমাদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। স্যার-ম্যামদের ভালোবাসা আর বন্ধুদের সাথে কাটানো দিনগুলো ভুলার মতো নয়।”
সবশেষে প্রধান শিক্ষক ও অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেন শুভেচ্ছা স্মারক, সার্টিফিকেট ও মিষ্টিমুখ করিয়ে বিদায় জানান।
শিক্ষক ও অভিভাবকদের প্রত্যাশা—প্রাইমারি উত্তীর্ণ এই শিক্ষার্থীরা নতুন শিক্ষাস্তরে আরও আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও সফলতা নিয়ে এগিয়ে যাবে।