
ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবিতে ভোলা জেলা সমিতি-চট্টগ্রাম এর উদ্যাগে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত্বরে অদ্য ২৮ নভেম্বর শুক্রবার বিকেল ৩টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন চট্টগ্রাম শহরস্থ ভোলার অন্যান্য সংগঠন। মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি হাজী মো.সেলিম।
সমতির যুগ্ন সম্পাদক সাংবাদিক কিরন শর্মার পরিচালনায় বক্তব্য রাাখেন, সমিতির উপদেষ্টা মো. মোতাহার উদ্দিন, অর্থ সম্পাদক মো. ফিরোজ চৌধুরী, ৪নং অঞ্চলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, শ্রমিক নেতা সফি উল্লাহ, ১নং অঞ্চলের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম মাষ্টার, ৩ নং অঞ্চলের সহ-সভাপতি ফিরোজ কোম্পানী, রিয়াজ উদ্দিন বাজার বণিক সমিতির সমাজ কল্যান সম্পাদক সেলিম মিন্টু, লিবার্টি স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মো. সেলিম, ছাত্রনেতা রাসেল মির্জা, ভোলা জেলা ছাত্র ফোরাামের সভাপতি নুর নবী শাওন প্রমূখ।
বক্তারা বলেন, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে। ভোলা জেলা থেকে প্রাকৃতিক গ্যাসসহ অন্যান্য সম্পদ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। ভোলা বরিশালের মানুষ সড়কপথে যাতায়ত ব্যবস্থা নাজুক থাকার কারণে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হয়। সেতু না থাকায় দূর্ঘটনাগ্রস্থ কোন মানুষ ভোলা থেকে বরিশাল ও ঢাকায় রোগী নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু বরণ করে। তাই ভোলা-বরিশালের প্রায় ২৫ লক্ষ মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ভোলা-বরিশাল সেতু অবিলম্বে বাস্তবায়ন করা হোক।