ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবিতে ভোলা জেলা সমিতি-চট্টগ্রাম এর উদ্যাগে গত শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের পর এবার কর্মসূচী পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চবি ভোলা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। তারা রোববার শহিদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেছে ভোলা- বরিশাল সেতু বাস্তবায়নের দাবিতে।
এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মো. আফজাল, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল করিম, সংগঠনের সাবেক সভাপতি তামিম হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল, বর্তমান সভাপতি মিনহাজুর রহমান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান। এছাড়া সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ভোলা জেলার শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান বলেন, ভোলা থেকে গ্যাস সারাদেশে সরবরাহ হলেও জেলাটি আজও মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। উন্নয়ন ও সংযোগ নিশ্চিত করতে ভোলা-বরিশাল সেতুর বাস্তবায়ন এখন সময়ের দাবি।
সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল বলেন, ভোলা-বরিশাল সেতু দক্ষিণাঞ্চলের মানুষের ন্যায্য অধিকার। কৃষি, মৎস্য ও গ্যাসসম্পদসমৃদ্ধ ভোলার সঙ্গে বরিশালের সড়কসংযোগ হলে কর্মসংস্থান ও অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে। অধ্যাপক মো. আফজাল বলেন, ভোলাবাসীর বহুদিনের দাবি এই সেতুর দ্রুত নির্মাণ নিশ্চিত করা জরুরি। সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে বলে আমরা আশা করি।