সিরাজগঞ্জ জেলার শাহ্জাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি গ্রামে, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বর পেয়ারা খাতুনের (৪০) রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত পেয়ারা খাতুন ছিলেন রতনকান্দি গ্রামের আব্দুল আলীমের দ্বিতীয় স্ত্রী। নিহতের বাবার বাড়ি একই গ্রামের দক্ষিন পাড়া এলাকায়। এলাকা বাসী জানায় শুক্রবার ভোরে নিহত পেয়ারা খাতুনের স্বামী আব্দুল আলীম ও তার প্রথম স্ত্রী সন্তানসহ সবাই ঢাকায় যাবার কথা বলে বাড়ি থেকে পালিয়ে যায়, সকাল ১১ টা বেজে গেলেও
এলাকাবাসী যখন পেয়ারা খাতুনের কোনো সারাশব্দ না পায় তখন ঘটনা সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তার বাড়িতে গিয়ে পেয়ারা মেম্বার কে মৃত দেখতে পায়, নিহতের একজন ঘনিষ্ঠ আত্বীয় তৎক্ষনাত শাহ্জাদপুর থানায় খবর দেয় এবং খবর পেয়ে শাহ্জাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম আলী পিপিএম সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এলাকাবাসীর ধারনা এই নৃশংস হত্যাকান্ড নিহতের স্বামী আলীম এবং তার প্রথম স্ত্রী মিলেই ঘটিয়েছে।
এলাকাবাসী আরো বলেছেন , গত দুই বছর পুর্বে এই নিহত পেয়ারা খাতুন পরকীয়া প্রেমের জেরে আলীমের হাত ধরে পালিয়ে গিয়েছিলো, পরবর্তীতে আলিমের সাথে সংসার করতে থাকে, পরকীয়া সম্পর্কের বন্ধন হলেও তাদের বনিবনা না হওয়ায় মাঝে মধ্যেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো, পরবর্তীতে জীবন দিয়ে সেই প্রেমের সমাপ্তি ঘটলো। এই বিষয়ে শাহ্জাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী পিপিএম বলেছেন, ঘটনার সাথে জরিত কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি, এই ঘটনার শীগ্রই সুষ্ঠ তদন্ত করে হত্যাকান্ডের সাথে জরিতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।