
যশোরের কিসমত নওয়াপাড়ার স্থানীয় সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম নবাব মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (২ ডিসেম্বর) মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাই সিরাজ।
নবান জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
তার ভাই সিরাজ জানান, যুবলীগ কর্মী আলী হোসেন হত্যা মামলার আসামি হয়ে ১৭ মাস হাজত বাসের পর দেড় মাস আগে নবাব যশোর কেন্দ্রিয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। প্রায় ১৫ দিন আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। প্রথমে তাকে যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নয় দিন চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
আজ সন্ধ্যা সাতটার দিকে নবাবের মরদেহ যশোরের নিজ বাড়িতে আনা হবে। নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।#