

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবন-৪ আসনের বিএনপির প্রাথমিকভাবে মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনের বিএনপির প্রাথমিকভাবে মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। একদন্ত একটি মিলাদ মাহফিল অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় এদুর্ঘটনা ঘটে।

এতে শিমুল বিশ্বাসের গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। এসময় গাড়ীতে থাকা পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, বেড়া উপজেলা বিএনপির নেতা রইজ উদ্দিন,শিমুল বিশ্বাসের ব্যক্তিগত সহকারী এনাম আহমেদ,গাড়ি চালক শফিউদ্দিন আহত হন। আহতরা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে সবাই আশঙ্কা মুক্ত আছেন।
