
গাইবান্ধার সাঘাটায় যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
অদম্য নারী সম্মাননা প্রদান উপজেলা পরিষদ হলরুমে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় পাঁচজন অদম্য নারীকে ‘অদম্য নারী পুরস্কার’-এ ভূষিত করা হয়।নারীর ক্ষমতায়ন, অধিকার রক্ষা এবং সমাজ উন্নয়নে তাঁদের অবদানকে বিশেষভাবে তুলে ধরা হয় অনুষ্ঠানে।আলোচনা সভায় বিশিষ্টজনদের বক্তব্য
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্ত
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফুল আলম
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার
উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী
জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল গফুর
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক
সহকারী প্রোগ্রামার কামরুজ্জামানএছাড়াও উপস্থিত ছিলেন মিতু আক্তার নিতা, আছমা আক্তার, লাকী বেগমসহ বিভিন্ন পেশার নারী-পুরুষ।বক্তারা বেগম রোকেয়ার সংগ্রামী জীবন, নারীর মুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় তাঁর অগ্রণী ভূমিকা এবং বর্তমান সমাজে নারী নির্যাতন প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁরা বলেন—“নারীর ক্ষমতায়ন ছাড়া একটি আধুনিক মানবিক সমাজ গঠন সম্ভব নয়।”
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র্যালি
একই দিনে সকালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।র্যালিতে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়।
উৎসবমুখর দিন কাটাল সাঘাটা
দিবসটি ঘিরে উপজেলার সর্বত্র ছিল উৎসবমুখর পরিবেশ। নারী নির্যাতন প্রতিরোধ, নারীর অধিকার রক্ষা, দুর্নীতি প্রতিরোধ ও সমাজ উন্নয়নে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা ও অংশগ্রহণকারীরা।সাঘাটায় দিনব্যাপী এসব আয়োজন নারীর ক্ষমতায়ন, সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়কে আরও সুদৃঢ় করে তোলে।