৩৪তম বছরে শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে কেডিএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘কেডিএস এক্সেসরিজ লিমিটেড’। বুধবার অনুষ্ঠিত ৩৪তম বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশের পাশাপাশি চলতি বছরের ৩০ জুন কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালক নিয়োগ এবং পরবর্তী বছরের জন্য নিরীক্ষক নিয়োগ অনুমোদন করা হয়।
কোম্পানির চেয়ারম্যান, শিল্পপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, পরিচালক তাহসিনা রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর সরওয়ার জাহান, প্রতিনিধি পরিচালক কামরুল হাসান সিদ্দিকী এফসিএ, নিরীক্ষক প্রতিনিধি, ইনডিপেন্ডেন্ট স্ক্রটিনাইজারসহ কোম্পানির সিইও দেবাশীষ দাশপাল, সিএফও বিপ্লব কান্তি বণিক এফসিএ এবং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াছ উপস্থিত ছিলেন।
ভার্চুয়াল প্ল্যাটফর্মে শেয়ারহোল্ডারদের উপস্থিতির জন্য কোম্পানির চেয়ারম্যান আন্তরিক ধন্যবাদ জানান। তিনি কোম্পানির ৩৪ বছরে পদার্পণ উপলক্ষে সব স্টেকহোল্ডারদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
শেয়ারহোল্ডারদের সর্বাত্মক সহযোগিতায় কেডিএস এক্সেসরিজ লিমিটেড আগামীতে আরও ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দেবাশীষ দাশপাল ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরে সভার কার্যক্রম শেষ করেন।
প্রসঙ্গত, কেডিএস এক্সেসরিজ কার্টন, লেবেল, ইলাস্টিক ও ন্যারো ফ্যাব্রিকস, অফসেট প্রিন্টিং, হিট ট্রান্সফার, বাটন, গামটেপ, হ্যাঙ্গার উৎপাদন করে।