
দুর্নীতিবিরোধী ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছে বুলগেরিয়ার সরকার। প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াজকভের সরকার পদত্যাগে বাধ্য হলো ক্ষমতায় আসার এক বছরেরও কম সময়ের মধ্যে। দেশটির ক্ষমতাসীন জোটের নেতাদের এক বৈঠকের পর প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াজকভ গণমাধ্যমকে জানান- সরকার আজ পদত্যাগ করছে।
এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, সরকার দুর্নীতি দমনে ব্যর্থ হয়েছে—এই অভিযোগ তুলে প্রথমে বিক্ষোভ শুরু হয়। পরে ব্যাপক বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিতে বাধ্য হয় সরকার।বুলগেরিয়ায় গত চার বছরে সাতটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা দেশটিতে প্রকট রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার ইঙ্গিত দেয়। সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।