
সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৪ই ডিসেম্বর ‘শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস মুসফিকা হোসেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাসুদ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ ইলোরা ইয়াসমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মকবুল হোসেন সন্জু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস মুসফিকা হোসেন তাঁর বক্তব্যে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যার ইতিহাস তুলে ধরে ছিলেন। এছাড়া ও বলেছেন, জাতিকে মেধাশূন্য করতে এই বর্বর হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সভা শেষে শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।