পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় জাহিদুল ইসলাম (৬০) নামে এক আঃ লীগ নেতা কে গ্রেফতার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।
শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়ন এর কৈডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে জাহিদুল মেম্বর কে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের জয়নুল আবেদিনের ছেলে ও ওয়ার্ড আঃ লীগের সভাপতি এবং সাবেক ইউপি সদস্য।
গত ১১ মে গভীর রাতে উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিস এর সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আঃ লীগ ও ছাত্রলীগ এর ১৮ নেতাকর্মী সহ অজ্ঞাত ৪০/৫০ জন কে আসামি করে ভাঙ্গুড়া থানায় মামলা রুজু হয়।
বিষয় টি নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত নবাগত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন,গ্রেফতারকৃত জাহিদুল কে রবিবার দুপুরে আদালত এর মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।