দিল্লিতে বাংলাদেশের দূতকে ডাকা হবে সেটাকে স্বাভাবিক হিসেবেই দেখছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।তবে বাংলাদেশের নির্বাচন নিয়ে যে বক্তব্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে,এমন নসিহত অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে বাংলাদেশ সরকারের এ প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন-আমরা তাদের হাই কমিশনারকে যা কিছু বলেছি সেটা তারা গ্রহণ করে নাই। একইভাবে আমাদের হাই কমিশনারকেও তারা ডেকেছে। এটা খুব অপ্রত্যাশিত না। সাধারণত এটা ঘটে। একজনকে ডাকলে, আরেকজনকে ডাকা হয়।এর বিপরীতে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত সরকারের করা মন্তব্যে জোর আপত্তি তার।