
জিপিএইচ ইস্পাত কুমিরা প্লান্টে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। প্লান্ট সংলগ্ন প্রতিবেশী ও স্থানীয়দের স্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য সামাজিক ক্ষেত্রে দায়িত্ব এবং কর্তব্যের অংশ হিসেবে বুধবার সকালে এই সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়।
চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. সৌমেন তালুকদার ও ডা. শুভ চক্রবর্তীর নেতৃত্বে আটজনের একটি মেডিক্যাল টিম দিনব্যাপী এই চিকিৎসা সেবা পরিচালনা করেন। এদিন মোট ৫১২ জন নারী ও পুরুষ রোগীকে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে চশমা ও ওষুধ দেওয়া হয়।
উদ্বোধনকালে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আমরা বিশেষ করে মহিলাদের জন্য স্তন ক্যান্সার সচেতনতা, প্রসূতি সেবা এবং খৎনাসহ সার্বিক চিকিৎসা সেবা ও সার্জারিতে সহযোগিতা দিয়ে আসছি।
জানা গেছে, করোনাকালে জিপিএইচ ইস্পাত সম্মুখসারির যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করেছে। তখন সীতাকুণ্ড ও বৃহত্তর চট্টগ্রামসহ সারাদেশে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় ২৭ ডিসেম্বর সীতাকুণ্ডের কৃতি এইচএসসি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হবে।