
কুতুবদিয়ায় গ্যাসের সিলিন্ডারের আগুনে পুড়ে গেছে ৬টি বসতঘর। শনিবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর বড়ঘোপ এলাকার ১নং ওয়ার্ডের এ ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান, বড়ঘোপের সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন।
আগুনে উত্তর বড়ঘোপ এলাকার প্রতিবন্ধী জোছনা আক্তার, আরিফুর রহমান, জসিম উদ্দিন, রিজিয়া বেগম, দেলোয়ার হোসেন ও বেলাল উদ্দিনের বসতবাড়ি পুুড়ে যায়।কুতুবদিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সোহেল আহমেদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করা হয়নি।
স্থানীয় বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন বলেন, ভোর ৪-৩০ টার সময় উত্তর বড়ঘোপ এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে খাদ্য সামগ্রী এবং কাপড়ের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া উপজেলা প্রশাসনের সহায়তায় গৃহ নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে। কুতুবদিয়ার বাহিরে থাকাতে দূর্ঘটনাস্থলে উপস্থিত হতে না পারার জন্য আন্তরিকভাবে দু:খিত।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা জানান, অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণ করেন। রবিবার এসব ক্ষতিগ্রস্তদের বসতঘর তৈরীর জন্য নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করা হবে।