টাঙ্গাইলের সোনালিয়া-করটিয়া রেলস্টেশন উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে ট্রেনে উঠে ফিতা কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে রেলস্টেশন উদ্বোধণ করেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন। এ সময় রেলওয়ে পাকশী বিভাগের ব্যবস্থাপক লিয়াকত আলী খান শরিফ, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু, করটিয়ার জমিদার সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলী খান পন্নী, এইচএম ইনস্টিটিউট এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এ উপলক্ষ্যে স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সোনালিয়া ও করটিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকার হাজারো মানুষের উপস্থিত ছিলেন।