কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের দিকে বামপন্থি দলগুলোর মিছিল।বাংলাদেশের উপদূতাবাসের দিকে সন্ধ্যায় মিছিল করেছে বামপন্থি দলগুলো।বাংলাদেশের উপদূতাবাসের দিকে সন্ধ্যায় মিছিল করেন বামপন্থি কয়েকটি দলের নেতাকর্মীরা।এর আগে দুপুরে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন মিছিল করে। দুপুরের মতোই এদের মিছিলও উপদূতাবসের দুশো মিটার আগেই থামিয়ে দেয় পুলিশ।ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সিপিআই (এম), সিপিআই, বিপ্লবী সমাজতন্ত্রী দল বা এসএসপি, একতা দল, ফরোয়ার্ড ব্লক এতে অংশ নেয়।