চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ও কোস্ট গার্ড। তার নাম মাসুদ পারভেজ সানি (২৮)। মঙ্গলবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল রাত ১০টায় পতেঙ্গার বিজয়নগর সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে আওয়ামী লীগের কর্মী মাসুদ পারভেজকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।