
দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে সপরিবারে ফ্লাইটে উঠবেন স্থানীয় সময় আজ বুধবার, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়। এরই মধ্যে পূর্বাচলের তিন,শ ফিট সম্বর্ধনা মঞ্চ এলাকায় সারাদেশ থেকে নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। বিএনপি নেতাদের দাবি, ২৫ ডিসেম্বর ঢাকা জনসমুদ্রে পরিণত হবে। এদিকে, তারেক রহমানের নিরাপত্তায় সরকারের পাশাপাশি দলের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বরণ করতে কর্মীদের মধ্যে উৎসবের আমেজ।
এরই মধ্যে পূর্বাচলের তিনশ’ ফিট সম্বর্ধনা মঞ্চ এলাকায় সারাদেশ থেকে নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। বিএনপি নেতাদের দাবি, ২৫ ডিসেম্বর ঢাকা জনসমুদ্রে পরিণত হবে। এদিকে, তারেক রহমানের নিরাপত্তায় সরকারের পাশাপাশি দলের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি উদ্যোগ।