
বাংলাদেশ ফুটবল ফেডারেশন( বাফুফের)ওয়ান স্টার লাইসেন্স প্রাপ্ত একাডেমি দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি বিগত বছরের ন্যায় এবারও সিডিএফ ক্লাইম্ব অ-১৫ একাডেমি কাপ ফুটবলে সফল ভাবে অংশগ্রহণ করতে যাচ্ছে ।
কাল বৃহস্পতিবার দুপুরে ৩৯ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী ক্রীড়া শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন হালিশহর একাদশ ক্লাব পরিচালিত "দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি" মিরসরাই ফুটবল একাডেমির বিপক্ষে লড়াই করতে চূড়ান্ত প্রস্তুতি সেরেছে।

বুধবার সকালে চূড়ান্ত প্রাকটিস সেশনে টিম ২৫ জন খেলোয়াড়, কর্মকর্তা ও অভিভাবক সদস্য, পরিচালক সদস্য এবং উপ কমিটির দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
নব গঠিত উপ কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক সাংস্কৃতিক ব্যক্তিত্ব দোস্ত মোহাম্মদ ভাই টিমের সাফল্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন এবং পরিচালক ও জেনারেল সেক্রেটারি, সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন,সহকারী কোচ মোঃ মামুন,মাঠ সমন্বয়কারী ওমর ফারুক, কোচিং সদস্য,
সাবেক ফুটবলার মোঃ মুরাদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক সদস্য মোঃ ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি ও উপ কমিটির সদস্য মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন, সদস্য হাজী মুজিবুল হক বকুল সহ অন্যান্য নেতৃবৃন্দ টিমের জন্য শুভকামনা করছেন।
বৃহস্পতিবার দুপুরে জেলা স্টেডিয়ামে অ-১৫ একাডেমি কাপ ফুটবলের উদ্ধোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।