শরীফ ওসমান হাদি হত্যায় জড়িতদের গ্রেফতার করে বিচার এবং সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের উপর সন্ত্রাসী হামলা ভাঙচুর অগ্নিসংযোগের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পৌর শহরের চৌরাস্তা এলাকায় ঠাকুরগাঁও নাগরিকবৃন্দ এর ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময়ে বক্তব্য রাখেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ান হক রিজু, সমাজকর্মী মাহবুব আলম রুবেল, লেখক ও কলামিস্ট মাসুদ আহমেদ সূবর্ণ, সাংবাদিক মজিবর রহমান খান, ফজলে ইমাম বুলবুল, জয় মহন্ত অলক, তানভীর হাসান তানু, সোহেল রানা, ছাত্র প্রতিনিধি যাযেদিসহ অন্যান্যরা।
