
কুতুবদিয়ার সাগরে একটি ফিশিং ট্রলারের ধাক্কায় লবণ বোঝাই ট্রলার ডুবিতে আবু বক্কর (৩৫) নামের এক ট্রলার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর ৫ টায় উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের জেটিঘাটে সাগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের মেহেরকাটা এলাকার বাসিন্দা মৃত ফরিদুর আলমের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও ডুবে যাওয়ার ট্রলারের মাঝি দেলোয়ার হোসেন প্রকাশ দিলু মাঝি জানান, মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের জিল্লুর রহমানের মালিকানাধীন লবণ বোঝাই ট্রলার চট্টগ্রাম যাওয়ার মাঝপথে কুতুবদিয়ায় নোঙর করে শ্রমিকেরা ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় একটি ফিশিং ট্রলার এসে ধাক্কা দিলে তাদের ট্রলারটি মূহুর্তের মধ্যে ডুবে যায়। এ অবস্থায় সবাই তীরে উঠতে পারলেও আবু বক্কর ফিরতে পারেনি। পরে, ডুবুরির মাধ্যমে তার মরদেহ ওই ট্রলারের ভিতর থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলে জানান কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক।