চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আয়োজিত ‘প্রজেক্ট লজিক্যাল ফ্রেমওয়ার্ক এবং প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্ট শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা বুধবার শেষ হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের জন্য এই কর্মশালার আয়োজন করে। দুই দিনব্যাপী কর্মশালার প্রথম দিন ২৯ জন এবং দ্বিতীয় দিন ২৬ জন অধ্যাপক অংশগ্রহণ করেন। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে কর্মশালার টেকনিক্যাল সেশনসমূহ পরিচালনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো: মোজাম্মেল হক।

এর আগে, মঙ্গলবার সকাল ৯টায় একাডেমিক ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. খ. নূরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র সহকারী রেজিস্ট্রার ডা. অদিতি দে মৌ।