চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জয়নাল আবেদীনের পি.আর.এল-এ গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজের অডিটোরিয়ামে শিক্ষক পরিষদের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায় সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর আবুল হাসনাত মোহাম্মদ মহসিন।
অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, কলেজের সাবেক অধ্যক্ষ ড. পার্থ প্রতীম ধর, কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দিন, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক পরিচয় বড়ুয়া।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবাগত চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।
কলেজের অধ্যাপক মোহাম্মদ লায়েছ মিয়া ও অধ্যাপিকা রোকাইয়া আক্তার তুলির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপিকা মাকসুদা ইয়াসমিন, অধ্যাপক প্রবীর বিশ্বাস,অধ্যাপক জাহাঙ্গীর কবির, অধ্যাপিকা তাহেরা রহমান,অধ্যাপক সাইফুর রহমান, অধ্যাপক ফরিদুল আলম, অধ্যাপিকা তানজিনা রহমান, অধ্যাপিকা রাশেদা নাসরিন, প্রভাষক তানিয়া আক্তার খানম,অধ্যাপক তাজুল ইসলাম, অধ্যাপক রাজেশ চক্রবর্তী, অধ্যাপক মোহাম্মদ আলী হায়দার, অধ্যাপক শিফাত জাহান খান,অধ্যাপক এ,এইচ,এম সিরাজুল মোস্তাকিম সিহান, অধ্যাপক মিনা আক্তার,অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন (মামুন), সুব্রত চৌধুরী প্রমুখ।এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সাংবাদিক মো: মুজাহিদুল ইসলাম, মোস্তফা কুদরত-ই-ইলাহী রুমি ও মোহাম্মদ ইউনুচ।

অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান বোয়ালখালী প্রেস ক্লাব, কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধান, কর্মচারী কল্যাণ পরিষদ, কলেজ রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট সোসাইটি, কলেজ মসজিদ পরিচালনা কমিটি, কানুনগোপাড়া দোকান ব্যবসায়ী সমিতি এবং কলেজের প্রধান সহকারী মোহাম্মদ ফারুক হোসেন।