বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।শনিবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলের প্রার্থিতার বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়ার কথা।আর বিএনপির অন্যতম শরিক বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ এর বদলে ভোলা-১ আসনে জোটের প্রার্থী হিসেবে অংশ নেবেন বলে জানান তিনি।