হাদি হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। শনিবার বিকেল ৩টার দিকে নগরের নিউ মার্কেট মোড়ে বিক্ষোভ কর্মসূচির সূচনা হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, আজাদির লড়াইয়ে শহীদ হাদি একটি অনুপ্রেরণার নাম। বাংলাদেশকে আর কারও করদ রাজ্যে পরিণত করার সুযোগ দেওয়া হবে না। শহীদ হাদি যুগ যুগ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের পথ দেখিয়ে যাবেন।
তারা আরও বলেন, ঘটনার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও হাদি হত্যার মূল আসামিদের কাউকে গ্রেপ্তার করতে না পারা সরকারের চরম ব্যর্থতারই বহিঃপ্রকাশ। হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার বিকল্প নেই। এসময় আরো বক্তব্য দেন তৌসিফ ইমরোজ, এসএম শহিদ, আল মামুনসহ ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ।