
বোয়ালখালীতে ভোটকেন্দ্র পরিদর্শন: নিরাপত্তা ও প্রস্তুতি খতিয়ে দেখা হল। শনিবার ২৭ ডিসেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর প্রাক-প্রস্তুতি তদারকির অংশ হিসেবে বোয়ালখালী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক।

পরিদর্শনকালে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতিমা এবং থানার অফিসার ইনচার্জের সঙ্গে মিলিত হয়ে ভোটকেন্দ্রগুলোর সিসি ক্যামেরা, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখেন। এছাড়া ভোটারদের নিরাপদ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করার জন্য কেন্দ্রগুলোর অবস্থা পর্যালোচনা করা হয়।

উপজেলা প্রশাসনের এই উদ্যোগ ভোটারদের সুবিধা নিশ্চিত করা এবং নির্বাচনী পরিবেশকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখার লক্ষ্যেই নেওয়া হয়েছে।