
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ আসন থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। জামায়াতের সঙ্গে আসন সমঝোতার সিদ্ধান্তের সঙ্গে একমত না হওয়ায় নির্বাচনে অংশ নিচ্ছেন না।
তিনি নিজস্ব ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মনিরা শারমিন জানান- গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে মধ্যপন্থি রাজনীতির ভরসা হিসেবে যে এনসিপিকে তিনি দেখেছিলেন, দলের সাম্প্রতিক অবস্থান সেই প্রত্যাশার সঙ্গে মিলছে না।