প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১০:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৮:৫৯ পূর্বাহ্ণ
ফ্লোরিডায় শান্তি আলোচনা নিয়ে জেলেনস্কি- ট্রাম্প।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন রাশিয়া শান্তি চায় না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডায় বৈঠকের আগে তিনি এই মন্তব্য করেন। রোববার ফ্লোরিডায় এই বৈঠক হওয়ার কথা। প্রয় চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে এটি নতুন দফার আলোচনা।, বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি একটি নতুন শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। তবে এখনও রাশিয়া এই পরিকল্পনায় সমর্থন দেয়নি। ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা নিয়েও আলাদা প্রস্তাবে আলোচনা হবে।
এই বৈঠক হচ্ছে এমন এক সময়, যখন শুক্র ও শনিবার রাতভর কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। জেলেনস্কির ভাষায়, এই হামলাই প্রমাণ করে, মস্কো শান্তি চায় না।
Copyright © 2026 বাংলা খবর পত্রিকা. All rights reserved.