প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৭:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আনোয়ার হোসেন মঞ্জু।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। শারীরিক অসুস্থতার কারণে তিনি এ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার ২৯ ডিসেম্বর আনোয়ার হোসেন মঞ্জু নিজেই বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
আনোয়ার হোসেন মঞ্জু সাংবাদিকদের জানান, পিরোজপুর-২ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন করব না। সে কারণে মনোনয়নপত্র জমাও দিইনি।